ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
আদালতে ব্যারিস্টার সুমন

নতুন প্রজন্মের স্বপ্নের সঙ্গে বেইমানি করা হয়েছে, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 2

মামলার শুনানি শেষে হাজতখানায় নিয়ে যাওয়া হয় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে | ছবি: সংগৃহীত


হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।
সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা শেষে আদালতের হাজতখানায় ফেরার সময় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশের এই বিপর্যয়ের মুহূর্তে সবাইকে রক্ষা করতে হবে। এদিন ব্যারিস্টার সুমনকে মুগদা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই ‘জুলাই অভ্যুত্থান’ চলাকালে ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম অফিস শেষে বাসায় ফেরার পথে মুগদার বাবু ডাক্তারের গলিতে হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, তার ওপর ছোঁড়া রাবার বুলেট হাতে, কপালে, বুকে ও চোয়ালে লাগে।

ওই ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মুগদা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ব্যারিস্টার সুমন ওই মামলায় ২৫ নম্বর এজাহারনামীয় আসামি।

এর আগেও গত বছরের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে আদালতের নিরাপত্তা জোরদার করা হয় সুমনকে হাজিরা দিতে আনা ও নেওয়ার সময়। তার আইনজীবীরা অভিযোগ করেন, এটি ‘রাজনৈতিক প্রতিহিংসার’ ফসল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আদালতে ব্যারিস্টার সুমন

নতুন প্রজন্মের স্বপ্নের সঙ্গে বেইমানি করা হয়েছে, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না

প্রকাশঃ ১২:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মামলার শুনানি শেষে হাজতখানায় নিয়ে যাওয়া হয় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে | ছবি: সংগৃহীত


হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।
সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা শেষে আদালতের হাজতখানায় ফেরার সময় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশের এই বিপর্যয়ের মুহূর্তে সবাইকে রক্ষা করতে হবে। এদিন ব্যারিস্টার সুমনকে মুগদা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই ‘জুলাই অভ্যুত্থান’ চলাকালে ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম অফিস শেষে বাসায় ফেরার পথে মুগদার বাবু ডাক্তারের গলিতে হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, তার ওপর ছোঁড়া রাবার বুলেট হাতে, কপালে, বুকে ও চোয়ালে লাগে।

ওই ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মুগদা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ব্যারিস্টার সুমন ওই মামলায় ২৫ নম্বর এজাহারনামীয় আসামি।

এর আগেও গত বছরের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে প্রথমবারের মতো গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে আদালতের নিরাপত্তা জোরদার করা হয় সুমনকে হাজিরা দিতে আনা ও নেওয়ার সময়। তার আইনজীবীরা অভিযোগ করেন, এটি ‘রাজনৈতিক প্রতিহিংসার’ ফসল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”