ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে ১৭ আসামি হাজির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ১৭ জন আসামি হাজির করা হয় | ছবি: সংগৃহীত


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ছয়জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৭ জন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সংশ্লিষ্ট বেঞ্চে আজ আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) সব আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানাবে।

এর আগে গত ২২ জুলাই এ মামলার ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ওই তালিকায় রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারসহ কয়েকজন সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা।

সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আজ ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন— বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ আরও কয়েকজন অভিযুক্ত।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনরত অবস্থায় পুলিশ গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ।
এ ঘটনার এক বছর পর, চলতি বছরের ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে ৩০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। একই দিন আদালত অভিযোগ আমলে নেয়।

আবু সাঈদ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ। তার হত্যাকে কেন্দ্র করে গত বছর জুড়ে সারাদেশে ছাত্র আন্দোলনের ঢেউ ওঠে।

এছাড়া সাভারের আশুলিয়ায় সংঘটিত নৃশংস ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় পৃথকভাবে সংযুক্ত অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশনের দায়িত্বশীল সূত্র।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে ১৭ আসামি হাজির

প্রকাশঃ ০১:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ১৭ জন আসামি হাজির করা হয় | ছবি: সংগৃহীত


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ছয়জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৭ জন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সংশ্লিষ্ট বেঞ্চে আজ আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) সব আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানাবে।

এর আগে গত ২২ জুলাই এ মামলার ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ওই তালিকায় রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারসহ কয়েকজন সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্রলীগ নেতা।

সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আজ ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন— বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ আরও কয়েকজন অভিযুক্ত।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনরত অবস্থায় পুলিশ গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ।
এ ঘটনার এক বছর পর, চলতি বছরের ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে ৩০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। একই দিন আদালত অভিযোগ আমলে নেয়।

আবু সাঈদ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ। তার হত্যাকে কেন্দ্র করে গত বছর জুড়ে সারাদেশে ছাত্র আন্দোলনের ঢেউ ওঠে।

এছাড়া সাভারের আশুলিয়ায় সংঘটিত নৃশংস ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় পৃথকভাবে সংযুক্ত অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশনের দায়িত্বশীল সূত্র।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”