ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তথ্যগত ভুলে তৌহিদ আফ্রিদির নাম মামলা-তালিকায়: খালাসে বাদীর কোনো আপত্তি নেই

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০২:০০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 9

তৌহিদ আফ্রিদি | ছবি: সংগৃহীত


তথ্যগত ভুলের কারণে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদির নাম যোগ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম। সোমবার (২৫ আগস্ট) জামিন শুনানিতে তিনি এ তথ্য প্রদান করেন।

খায়রুল ইসলাম আদালতকে জানান, মামলার ঘটনার সঙ্গে তৌহিদ আফ্রিদির কোনো সংশ্লিষ্টতা নেই। মামলার বাদীর অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন। সেখানে আসামির কোনো ভূমিকা নেই।

আইনজীবী আরও জানান, গত বছরের ১১ নভেম্বর মামলার বাদী একটি অ্যাফিডেভিটে উল্লেখ করেছেন যে তথ্যগত ভুলের কারণে তৌহিদের নাম যোগ হয়েছে। তাই তাকে মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। এর কারণে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।

আদালতে খায়রুল ইসলাম বলেন, তৌহিদ আন্দোলনের পক্ষে ছিলেন এবং আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট রয়েছে। এ সময় এজলাসে কিছুক্ষণ হট্টগোলও সৃষ্টি হয়। তিনি আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে জানান, আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই; তার বাবা ব্যবসায়ী, এবং আসামির কোনো রাজনৈতিক পদ নেই।

এছাড়া, তৌহিদ আফ্রিদের কিডনিতে জটিলতা থাকায় আদালতের কাছে তাকে আনা-নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সুবিধার আবেদন করা হয়। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে আফ্রিদিকে পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদিকে রবিবার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তথ্যগত ভুলে তৌহিদ আফ্রিদির নাম মামলা-তালিকায়: খালাসে বাদীর কোনো আপত্তি নেই

প্রকাশঃ ০২:০০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

তৌহিদ আফ্রিদি | ছবি: সংগৃহীত


তথ্যগত ভুলের কারণে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদির নাম যোগ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম। সোমবার (২৫ আগস্ট) জামিন শুনানিতে তিনি এ তথ্য প্রদান করেন।

খায়রুল ইসলাম আদালতকে জানান, মামলার ঘটনার সঙ্গে তৌহিদ আফ্রিদির কোনো সংশ্লিষ্টতা নেই। মামলার বাদীর অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন। সেখানে আসামির কোনো ভূমিকা নেই।

আইনজীবী আরও জানান, গত বছরের ১১ নভেম্বর মামলার বাদী একটি অ্যাফিডেভিটে উল্লেখ করেছেন যে তথ্যগত ভুলের কারণে তৌহিদের নাম যোগ হয়েছে। তাই তাকে মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। এর কারণে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।

আদালতে খায়রুল ইসলাম বলেন, তৌহিদ আন্দোলনের পক্ষে ছিলেন এবং আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট রয়েছে। এ সময় এজলাসে কিছুক্ষণ হট্টগোলও সৃষ্টি হয়। তিনি আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে জানান, আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই; তার বাবা ব্যবসায়ী, এবং আসামির কোনো রাজনৈতিক পদ নেই।

এছাড়া, তৌহিদ আফ্রিদের কিডনিতে জটিলতা থাকায় আদালতের কাছে তাকে আনা-নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সুবিধার আবেদন করা হয়। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে আফ্রিদিকে পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদিকে রবিবার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”