পারভেজ হত্যার বিচারের দাবিতে প্রাইমএশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

- প্রকাশঃ ১০:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 11
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসের সামনে বনানী-কাকলী সড়কে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত জাহিদুল ইসলাম পারভেজ (২৩) প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে শাখা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
ছবি: প্রজন্ম কথা
শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরব ভূমিকা হতাশাজনক। তারা প্রশাসনের কাছে নিরাপদ ক্যাম্পাস ও বিচার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন দৈনিক প্রজন্ম বার্তাকে জানান, নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলায় বিশ্ববিদ্যালয়ের আইন (এলএলবি) ও ইংরেজি বিভাগের তিনজন শিক্ষার্থী— মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে মামলার আসামি করা হয়েছে।
আরও পড়ুন