বরিশালের বানারীপাড়ায় হাত-পা বেঁধে একই রাতে দুটি বাড়িতে ভয়াবহ ডাকাতি

- প্রকাশঃ ১১:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 43
বরিশালের বানারীপাড়া উপজেলার চৌয়ারিপাড়া গ্রামে এক রাতেই দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল এই দুটি বাড়িতে হামলা চালায়। ডাকাতির পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, তালুকদার বাড়ির কামরুল ইসলাম তালুকদার এবং মৃত আবুল হোসেন তালুকদারের বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতরা। দেশীয় অস্ত্র—রামদা, ছুরি ও চা-পাতি—দিয়ে সশস্ত্র অবস্থায় পরিবারের সদস্যদের জিম্মি করে তারা সবাইকে হাত-পা বেঁধে মারধর করে।
ডাকাতদল ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ কয়েক লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, ১৫০০ মার্কিন ডলার, ১৮০০ সৌদি রিয়াল ও ৬টি স্মার্টফোন লুট করে নেয়। প্রায় ৩০-৪০ মিনিট ধরে বাড়ির ভেতরে তাণ্ডব চালিয়ে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়।
ডাকাতির সময় পরিবারের সদস্যরা মুখে কাপড় গুঁজে বন্দী অবস্থায় ছিলেন, কেউ চিৎকার করারও সুযোগ পাননি। আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই ডাকাতদল এলাকা ছাড়ে। ঘটনার পর পুরো গ্রামজুড়ে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।
প্রবীণ বাসিন্দা আবদুল খালেক বলেন, “আমার ৬৫ বছরের জীবনে এমন ভয়াবহ ডাকাতি দেখিনি। এখন রাতে চোখ বন্ধ করতেও ভয় লাগে।”
এলাকাবাসীর অভিযোগ, ডাকাত দল হয়তো আগেই তথ্য সংগ্রহ করে সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তারা দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেন, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
ঘটনার পরপরই বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীরা থানায় আনুষ্ঠানিকভাবে ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গ্রামে নিয়মিত টহল, সিসিটিভি স্থাপন ও রাত্রীকালীন পাহারার ব্যবস্থা করা হোক। তা না হলে এমন ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়।