সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

- প্রকাশঃ ০৭:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 52
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শাহরিয়ার মোটরসাইকেলযোগে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় তার বাইকের সঙ্গে অপর একটি বাইকের ধাক্কা লাগে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে অপর পক্ষের একজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে শাহরিয়ারকে ডান রানের রানে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “শাহরিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
ঘটনার পরপরই পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে তার পরিচয় এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, শাহরিয়ারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানিয়েছেন, তিনি ছিলেন শান্ত স্বভাবের, মেধাবী একজন শিক্ষার্থী। এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পেছনে কারা জড়িত ছিল তা শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।