ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

  • প্রকাশঃ ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 51

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১০০ পিস ইয়াবা উদ্ধার এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ মে) রাত ১১টা ১৫ মিনিটে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ময়নুল হক (৪৪), পিতা-মৃত আতর আলী, মাতা মোছাঃ আমিনা খাতুন, গ্রাম-সুলতানপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট। পুলিশ জানায়, সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় তার মালিকানাধীন চাউলের দোকানে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, “জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ মাদক ব্যবসা, চোরাচালান এবং সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি।”

গ্রেফতার ময়নুল হকের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক: মোঃ করিম উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

প্রকাশঃ ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১০০ পিস ইয়াবা উদ্ধার এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ মে) রাত ১১টা ১৫ মিনিটে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ময়নুল হক (৪৪), পিতা-মৃত আতর আলী, মাতা মোছাঃ আমিনা খাতুন, গ্রাম-সুলতানপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট। পুলিশ জানায়, সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় তার মালিকানাধীন চাউলের দোকানে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, “জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ মাদক ব্যবসা, চোরাচালান এবং সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি।”

গ্রেফতার ময়নুল হকের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক: মোঃ করিম উদ্দিন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা