সুনামগঞ্জের দিরাইয়ে পুকুর ও হাওর থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

- প্রকাশঃ ১১:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 1
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক স্থানে পুকুর ও হাওর থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি মৃত্যুই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ডের পাশে ডা. রাসেন্দ্র কুমার তালুকদারের পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তি কাইয়ুম (৪০), রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কছির আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া জানান, কাইয়ুম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে রফিনগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন বন হাওর থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়। মৃত আসাদ উল্লাহ (৬০) ইসলামপুর গ্রামের মজিদ উল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, হাওরের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দুটি লাশই ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চলছে। প্রতিবেদন হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।