ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিজিবি-সেনাবাহিনীর অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান আটক

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 8

সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও পোষা প্রাণীর ওষুধসহ একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হায়দারপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিকস এবং ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। ভারতীয় কসমেটিকসের মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ টাকা এবং পোষা প্রাণীর ওষুধের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি। অভিযানে ২০ জন সেনাসদস্যের পাশাপাশি সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে আরও ২৪ জন বিজিবি সদস্য অংশ নেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদের প্রথম আলোকে বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। আটক পণ্য শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জে বিজিবি-সেনাবাহিনীর অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান আটক

প্রকাশঃ ০৪:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও পোষা প্রাণীর ওষুধসহ একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হায়দারপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিকস এবং ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। ভারতীয় কসমেটিকসের মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ টাকা এবং পোষা প্রাণীর ওষুধের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি। অভিযানে ২০ জন সেনাসদস্যের পাশাপাশি সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে আরও ২৪ জন বিজিবি সদস্য অংশ নেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদের প্রথম আলোকে বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। আটক পণ্য শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”