ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা সিসিটিভি ফুটেজ দেখে ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 4

গত বুধবার বিকেলে পুরান ঢাকায় রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ছবি: সংগৃহীত  


পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের পাকা রাস্তার ওপর এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা আজ শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও দুজনকে র‍্যাব। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুই আসামির নামপরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত লাল চাঁদের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা সিসিটিভি ফুটেজ দেখে ৪ জন গ্রেপ্তার

প্রকাশঃ ১০:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

গত বুধবার বিকেলে পুরান ঢাকায় রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ছবি: সংগৃহীত  


পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের পাকা রাস্তার ওপর এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা আজ শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও দুজনকে র‍্যাব। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুই আসামির নামপরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত লাল চাঁদের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”