ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামলীতে অস্ত্রের মুখে পথচারীর জামা-জুতা পর্যন্ত ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 2

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে এক যুবকের কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ফোন, কাঁধের ব্যাগের সঙ্গে শরীরের পোশাক ও জুতা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডের একটি কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ছাতা হাতে এক পথচারী রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে পথরোধ করে। মোটরসাইকেল থেকে দুজন নেমে ওই যুবককে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীদের একজন খালি গায়ে এবং বাকি দুজন হেলমেট পরিহিত ছিল। তারা প্রথমে মানিব্যাগ, মোবাইল ও কাঁধের ব্যাগ নিয়ে নেয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতাও খুলে নেয়। সবকিছু লুট করে দ্রুত একই মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক শনিবার বলেন, ‘ঘটনার পরপরই ভিডিওটি আমাদের নজরে আসে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’

এদিকে স্থানীয়রা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে ছিনতাইকারীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাদের অভিযোগ, পুলিশি টহল জোরদার না হলে ছিনতাই ঠেকানো সম্ভব নয়।

ওসি ইমাউল হক বলেন, ‘যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে থানায় জানাতে অনুরোধ করছি। ভুক্তভোগীর সহযোগিতা পেলে দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

এ ঘটনায় এখনো কোনো মামলা না হওয়ায় ছিনতাইকারীদের শনাক্ত করতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের মুখাবয়ব ও চলাফেরা বিশ্লেষণ করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শ্যামলীতে অস্ত্রের মুখে পথচারীর জামা-জুতা পর্যন্ত ছিনতাই

প্রকাশঃ ০৬:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজধানীর শ্যামলীতে এক যুবকের কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ফোন, কাঁধের ব্যাগের সঙ্গে শরীরের পোশাক ও জুতা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডের একটি কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ছাতা হাতে এক পথচারী রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে পথরোধ করে। মোটরসাইকেল থেকে দুজন নেমে ওই যুবককে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীদের একজন খালি গায়ে এবং বাকি দুজন হেলমেট পরিহিত ছিল। তারা প্রথমে মানিব্যাগ, মোবাইল ও কাঁধের ব্যাগ নিয়ে নেয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতাও খুলে নেয়। সবকিছু লুট করে দ্রুত একই মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক শনিবার বলেন, ‘ঘটনার পরপরই ভিডিওটি আমাদের নজরে আসে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’

এদিকে স্থানীয়রা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ করে ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে ছিনতাইকারীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাদের অভিযোগ, পুলিশি টহল জোরদার না হলে ছিনতাই ঠেকানো সম্ভব নয়।

ওসি ইমাউল হক বলেন, ‘যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে থানায় জানাতে অনুরোধ করছি। ভুক্তভোগীর সহযোগিতা পেলে দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

এ ঘটনায় এখনো কোনো মামলা না হওয়ায় ছিনতাইকারীদের শনাক্ত করতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের মুখাবয়ব ও চলাফেরা বিশ্লেষণ করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”