ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায়’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, গুলিতে আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 2

রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের প্রতিষ্ঠানটিতে এ হামলা চালানো হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খান ও তার ছেলে আমিমুল এহসান এ অভিযোগ করেছেন।

আমিমুল এহসান বলেন, ‘তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি আমার বাবার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফায় আমাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সেসময় সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নেয় হামলাকারীরা।’

তিনি আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) বিকেলে ৩০-৪০ জন সন্ত্রাসী আমাদের অফিসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় গুলি ছোড়ে। গুলিতে শরিফুল ইসলাম নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘গুলিবর্ষণের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জানা গেছে, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাইউম আলী খান। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা চালানো হয়। এরপর ৪ জুলাই আবারও হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এদিকে সম্প্রতি রাজধানীতে চাঁদাবাজি নিয়ে একের পর এক সহিংস ঘটনার অভিযোগ উঠছে। গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। তার পরিবারের দাবি, মাসিক দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোহাগকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

‘৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায়’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, গুলিতে আহত ১

প্রকাশঃ ১১:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের প্রতিষ্ঠানটিতে এ হামলা চালানো হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খান ও তার ছেলে আমিমুল এহসান এ অভিযোগ করেছেন।

আমিমুল এহসান বলেন, ‘তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি আমার বাবার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফায় আমাদের প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সেসময় সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটে নেয় হামলাকারীরা।’

তিনি আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) বিকেলে ৩০-৪০ জন সন্ত্রাসী আমাদের অফিসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় গুলি ছোড়ে। গুলিতে শরিফুল ইসলাম নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘গুলিবর্ষণের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জানা গেছে, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাইউম আলী খান। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা চালানো হয়। এরপর ৪ জুলাই আবারও হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এদিকে সম্প্রতি রাজধানীতে চাঁদাবাজি নিয়ে একের পর এক সহিংস ঘটনার অভিযোগ উঠছে। গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। তার পরিবারের দাবি, মাসিক দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোহাগকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”