ভিডিও ভাইরাল
ধানমন্ডিতে চাপাতি হাতে প্রকাশ্যে ছিনতাই, পুলিশের সামনেই চলে গেল যুবক

- প্রকাশঃ ১১:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / 4
ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি হাতে এক যুবক ভয় দেখিয়ে পথচারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই ঘটনাস্থল ত্যাগ করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছিনতাইয়ের এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, যা পুলিশ প্রশাসনের নজরেও এসেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর ধানমন্ডি থানা এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কালো প্যান্ট পরা এক যুবক চাপাতি হাতে এগিয়ে এসে তাকে ভয় দেখিয়ে তার ব্যাগটি কেড়ে নেয় এবং পাশের সড়ক পার হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু মানুষ থাকলেও কেউ কোনো প্রতিক্রিয়া দেখাননি। এমনকি কাছাকাছিই দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্যের সামনেই ছিনতাইকারী চলে যেতে দেখা যায়।
ভিডিওতে চিহ্নিত লোকেশন অনুযায়ী, ঘটনাটি ধানমন্ডি ৩২ নম্বরের কাছে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে, কলাবাগান বাস টার্মিনালের কাছাকাছি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা শুক্রবার রাত ১০টার দিকে বলেন, ভিডিওটি আমরা দেখেছি। ঘটনাস্থল ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি। এরপরও আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করেছি।
ওসি আরও বলেন, ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এমন ঘটনায় রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যস্ত নগরীর মাঝখানে পুলিশের চোখের সামনে এমন সাহসী ছিনতাইয়ের ঘটনা নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।