পুলিশকে মেরে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে চাঁদাবাজি মামলার আসামি, আহত ৩ পুলিশ সদস্য

- প্রকাশঃ ১০:২০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 5
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ সদস্যদের মারধর করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে। অভিযুক্ত মাসুক মিয়া (৪০) নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় নাসিরনগর থানার এসআই কামালসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারের পরপরই মাসুক মিয়ার স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এই সুযোগে মাসুক মিয়া হাতে থাকা হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়েই মাসুক মিয়ার স্বজনরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। পুলিশের ওপর চড়াও হয়ে তারা মাসুককে ছাড়িয়ে নেয়। তখনই হামলার শিকার হন পুলিশ সদস্যরা।
জানা গেছে, মাসুক মিয়া শুধু চাঁদাবাজি ও বিস্ফোরক মামলারই আসামি নন—তিনি সম্প্রতি ‘বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে’ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ৯৭ নম্বর আসামি হিসেবেও পলাতক রয়েছেন।
ঘটনার বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আসামিকে ধরতে গেলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং আসামি পালিয়ে যায়।” তবে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।