সুনামগঞ্জে অপহরণের পর স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

- প্রকাশঃ ০৪:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 3
প্রতীকী ছবি
সুনামগঞ্জ পৌর শহর থেকে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নবী হোসেন (১৭) ও তাঁর সহযোগীরা গত ১৬ জুলাই সকালে মেয়েটিকে শহরের রাস্তা থেকে অপহরণ করে বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
নবী হোসেন বিশ্বম্ভরপুর উপজেলার মস্তফা মিয়ার ছেলে। বর্তমানে তিনি শহরের বনানী পাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ শুক্রবার দুপুরে মেয়েটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভুক্তভোগীর মা অভিযোগ করেন, আমার মেয়ে অবুঝ, সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নবী হোসেন ও তার বন্ধুরা মেয়েকে প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। দুই দিন খোঁজাখুঁজির পর আমরা মেয়েকে উদ্ধার করি এবং থানায় সাধারণ ডায়েরি করি। এরপর মামলা করি।
তিনি আরও জানান, আমরা গরিব মানুষ। এখন অভিযুক্ত পক্ষের লোকজন আমাদের হুমকি দিচ্ছে। আমি এর সঠিক বিচার চাই। সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সালাউদ্দিন জানান, মেয়েটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাটি প্রেমঘটিত বলেই প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অভিযুক্ত নবী হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।