ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দাবি ছিল ১ কোটি, ১০ লাখ নিতে গিয়ে ধরা পড়লো ৫ সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 1

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ পাঁচজন চাঁদা নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হন | ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের এক সাবেক নারী সংসদ সদস্যের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ পাঁচজন। চাঁদার দ্বিতীয় কিস্তি হিসেবে ১০ লাখ টাকা নিতে এসে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর সড়ক থেকে হাতেনাতে গ্রেপ্তার হন তারা।

গ্রেপ্তারকৃতদের গুলশান থানায় হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা গুলশানের একটি বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে এবং ১০ লাখ টাকা আদায় করে। এরপর দ্বিতীয়বার টাকা নিতে গেলে বাসার লোকজন আমাদের খবর দেয়। ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, যাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয় তিনি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ। তার বাসায় গিয়ে অভিযুক্তরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতে চেয়েছিল।

গ্রেপ্তার হওয়া পাঁচজনের একজন হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর যুগ্ম-আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে অভিযুক্তরা দ্বিতীয় দফায় স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যে শাম্মী আহমেদের বাসায় গেলে তাদের আটকে রাখা হয় এবং পরে পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদও চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

দাবি ছিল ১ কোটি, ১০ লাখ নিতে গিয়ে ধরা পড়লো ৫ সমন্বয়ক

প্রকাশঃ ১০:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ পাঁচজন চাঁদা নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হন | ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের এক সাবেক নারী সংসদ সদস্যের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়কসহ পাঁচজন। চাঁদার দ্বিতীয় কিস্তি হিসেবে ১০ লাখ টাকা নিতে এসে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর সড়ক থেকে হাতেনাতে গ্রেপ্তার হন তারা।

গ্রেপ্তারকৃতদের গুলশান থানায় হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা গুলশানের একটি বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে এবং ১০ লাখ টাকা আদায় করে। এরপর দ্বিতীয়বার টাকা নিতে গেলে বাসার লোকজন আমাদের খবর দেয়। ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, যাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয় তিনি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ। তার বাসায় গিয়ে অভিযুক্তরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতে চেয়েছিল।

গ্রেপ্তার হওয়া পাঁচজনের একজন হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর যুগ্ম-আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে অভিযুক্তরা দ্বিতীয় দফায় স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যে শাম্মী আহমেদের বাসায় গেলে তাদের আটকে রাখা হয় এবং পরে পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদও চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”