ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু: ধানক্ষেতে মিলল মরদেহ, গলায় দাগ

তাসনিম আলম । দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশঃ ০৬:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 7

দেবীগঞ্জে

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে সুলতানা আক্তার রত্না (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে এবং দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে কিছুদিন আগে চারা রোপণ করা হয়েছিল এবং জমিতে পানি ছিল। সেখানেই রত্নার মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে ছিল একটি কাপড়ের ব্যাগ, যাতে ছিল দুটি সেদ্ধ ডিম ও কিছু পরনের কাপড়। এক হাতে তিনি মোবাইল ফোনের কাভার ধরে রেখেছিলেন, তবে মোবাইলটি পাওয়া যায়নি।

নিহতের বড় ভাই মামুন ইসলাম জানান, সকাল ছয়টার দিকে আমি কাজে বের হই। সাতটার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে ধানক্ষেতে একজন মেয়েকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। ছুটে গিয়ে দেখি, সেটা আমার বোন। আমি তাকে কোলে তুলে বাসায় নিয়ে আসি।

রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, রাত ১২টার দিকে বাইরে থেকে বাসায় ফিরে রত্নার কাছ থেকে ভাত খাই। রাত দেড়টা পর্যন্ত আমি জেগে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ের ঘরের দরজা খোলা। স্ত্রী জানান, মেয়ে ঘরে নেই। কিছুক্ষণ পর খবর পাই ধানক্ষেতে এক মেয়ের মরদেহ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটা আমার মেয়ে।

খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। পুলিশের একটি সূত্র জানায়, নিহতের গলায় দাগ ছিল, তবে শরীরে অন্য কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

দেবীগঞ্জে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু: ধানক্ষেতে মিলল মরদেহ, গলায় দাগ

প্রকাশঃ ০৬:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে সুলতানা আক্তার রত্না (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে এবং দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে কিছুদিন আগে চারা রোপণ করা হয়েছিল এবং জমিতে পানি ছিল। সেখানেই রত্নার মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে ছিল একটি কাপড়ের ব্যাগ, যাতে ছিল দুটি সেদ্ধ ডিম ও কিছু পরনের কাপড়। এক হাতে তিনি মোবাইল ফোনের কাভার ধরে রেখেছিলেন, তবে মোবাইলটি পাওয়া যায়নি।

নিহতের বড় ভাই মামুন ইসলাম জানান, সকাল ছয়টার দিকে আমি কাজে বের হই। সাতটার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে ধানক্ষেতে একজন মেয়েকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। ছুটে গিয়ে দেখি, সেটা আমার বোন। আমি তাকে কোলে তুলে বাসায় নিয়ে আসি।

রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, রাত ১২টার দিকে বাইরে থেকে বাসায় ফিরে রত্নার কাছ থেকে ভাত খাই। রাত দেড়টা পর্যন্ত আমি জেগে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ের ঘরের দরজা খোলা। স্ত্রী জানান, মেয়ে ঘরে নেই। কিছুক্ষণ পর খবর পাই ধানক্ষেতে এক মেয়ের মরদেহ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটা আমার মেয়ে।

খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। পুলিশের একটি সূত্র জানায়, নিহতের গলায় দাগ ছিল, তবে শরীরে অন্য কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”