ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক গ্রেপ্তার

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 17

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরীর ছবি দেওয়ালে সেঁটে দেওয়ার অভিযোগে আলী আজগর খাঁন ইমন (১৮) নামের এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ইমন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আউদত) গ্রামের মো. ইব্রাহিম খাঁনের ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। অভিযোগ রয়েছে, সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে তিনি ওই কিশোরীর ছবি পোস্টার আকারে মাদ্রাসা ও আশপাশের দেওয়ালে লাগান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পর জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইঞার নির্দেশে এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে পুলিশ শনিবার দুপুরে ইমনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর একই দিন বিকেলে ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক গ্রেপ্তার

প্রকাশঃ ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরীর ছবি দেওয়ালে সেঁটে দেওয়ার অভিযোগে আলী আজগর খাঁন ইমন (১৮) নামের এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ইমন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আউদত) গ্রামের মো. ইব্রাহিম খাঁনের ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। অভিযোগ রয়েছে, সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে তিনি ওই কিশোরীর ছবি পোস্টার আকারে মাদ্রাসা ও আশপাশের দেওয়ালে লাগান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পর জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইঞার নির্দেশে এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে পুলিশ শনিবার দুপুরে ইমনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর একই দিন বিকেলে ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”