ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 22

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ ও সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের মধ্যকার ম্যাচে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ম্যাচ চলাকালে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা আপত্তি জানায়। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় শুরু হলেও মাঠে বাকবিতণ্ডা দেখা দেয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং মুহূর্তেই উত্তেজনা সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ২৬ জনকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং আরও একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন,
সংঘর্ষে আহত ২৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুনামগঞ্জের ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬

প্রকাশঃ ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় সুনামগঞ্জ ও সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের মধ্যকার ম্যাচে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ম্যাচ চলাকালে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা আপত্তি জানায়। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় শুরু হলেও মাঠে বাকবিতণ্ডা দেখা দেয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং মুহূর্তেই উত্তেজনা সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ২৬ জনকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং আরও একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন,
সংঘর্ষে আহত ২৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”