সুনামগঞ্জে কিশোরী অপহরণ ও ধর্ষণ, গ্রেপ্তার ১

- প্রকাশঃ ১০:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 20
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ইমরান মিয়া (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সিলেট শহর থেকে তাকে আটক করা হয়। একই সময় ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইমরান মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর (ছড়ারপাড়) গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকালে ছাতকের নোয়ারাই ইউনিয়নের ওই কিশোরীকে রাজগাঁও পয়েন্ট থেকে সিএনজি অটোরিকশায় তুলে নেয় ইমরান ও তার সহযোগীরা। বহু খোঁজাখুঁজির পর কিশোরীর পরিবার জানতে পারে, তাকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা গত শনিবার থানায় মামলা করেন, যেখানে ইমরানকে প্রধান আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) গাজী মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইমরান মিয়াকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।