ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৬:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 13

ছিনতাইয়ের শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সজিব উদ্দিন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় | ছবি: প্রজন্ম কথা


চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সজিব উদ্দিন। এ ঘটনায় তার চাকরির প্রবেশপত্র, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগস্ট) সকালে কুমিল্লা শহরের চৌমুহনী এলাকার মডার্ন হাসপাতালের কাছে। পরে ভুক্তভোগী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ওই দিন সকালে সজিব উদ্দিন কান্দিরপাড় থেকে একটি সিএনজিতে ওঠেন। সিএনজিতে আগে থেকেই চারজন যাত্রী ছিলেন। চৌমুহনীর কাছে পৌঁছালে তারা অস্ত্র বের করে তার গলায় ধরে এবং মানিব্যাগ, মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় তিনি প্রবেশপত্রটি ফেরত দেওয়ার অনুরোধ করলে ছিনতাইকারীরা তা প্রত্যাখ্যান করে বরং তার পায়ে ও নিতম্বে ছুরিকাঘাত করে। এতে তাকে দুইটি সেলাই নিতে হয়।

ভুক্তভোগী জানান, তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ খান বলেন, ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হবে। ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাকিংয়ের জন্য পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই এগুলো উদ্ধার করা সম্ভব হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

প্রকাশঃ ০৬:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ছিনতাইয়ের শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সজিব উদ্দিন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় | ছবি: প্রজন্ম কথা


চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. সজিব উদ্দিন। এ ঘটনায় তার চাকরির প্রবেশপত্র, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগস্ট) সকালে কুমিল্লা শহরের চৌমুহনী এলাকার মডার্ন হাসপাতালের কাছে। পরে ভুক্তভোগী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, ওই দিন সকালে সজিব উদ্দিন কান্দিরপাড় থেকে একটি সিএনজিতে ওঠেন। সিএনজিতে আগে থেকেই চারজন যাত্রী ছিলেন। চৌমুহনীর কাছে পৌঁছালে তারা অস্ত্র বের করে তার গলায় ধরে এবং মানিব্যাগ, মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় তিনি প্রবেশপত্রটি ফেরত দেওয়ার অনুরোধ করলে ছিনতাইকারীরা তা প্রত্যাখ্যান করে বরং তার পায়ে ও নিতম্বে ছুরিকাঘাত করে। এতে তাকে দুইটি সেলাই নিতে হয়।

ভুক্তভোগী জানান, তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ খান বলেন, ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হবে। ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাকিংয়ের জন্য পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই এগুলো উদ্ধার করা সম্ভব হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”