সুনামগঞ্জে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ভুক্তভোগী

- প্রকাশঃ ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 16
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রোহান আহমদ (১৫) উপজেলার ভোগলা গ্রামের আলী হোসেনের ছেলে। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে স্কুলে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। পরে এক শিক্ষিকার নজরে এলে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। এ সময় জানা যায়, সে অন্তঃসত্ত্বা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর ভাষ্য, প্রায় দুই বছর ধরে রোহানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। স্কুলে আসা–যাওয়ার পথে তাদের দেখা হতো। মাঝে মাঝে রোহানের মোটরসাইকেলে করেও যেতো স্কুলে। একসময় বাড়িতে সুযোগ বুঝে শারীরিক সম্পর্ক গড়ে তোলে রোহান। অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলে রোহান তাকে কাউকে না জানাতে হুমকি দেয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, দরিদ্র ও অসহায় হওয়ায় বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তারা। তবে মেয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এখন তারা ন্যায়বিচার চান।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত রোহান ও তার পরিবার দাবি করেছে, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আমরা বিষয়টি জেনেছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।