ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা, খুলনায় চিকিৎসাধীন

মোঃ ইমাম হোসেন । পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশঃ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 12

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (উত্তর পোরগোলা) জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. শফিকুল ইসলাম (২৮) সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৬ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে বাগেরহাট যাওয়ার পথে তিনি এ হামলার শিকার হন। ঘটনাটি ঘটে শিকদার-মল্লিক ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান হাওলাদারের বাড়ি থেকে অল্প দূরে টেক্সটাইল-জুজখোলা বাজার সংযোগ সড়কের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

এ সময় দুর্বৃত্তরা তাকে ধস্তাধস্তি করে বুকে ও হাতে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

শফিকুল ইসলামের পরিবারের দাবি, তার সঙ্গে এলাকায় কারো ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব নেই। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

পিরোজপুরে সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা, খুলনায় চিকিৎসাধীন

প্রকাশঃ ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (উত্তর পোরগোলা) জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. শফিকুল ইসলাম (২৮) সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৬ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে বাগেরহাট যাওয়ার পথে তিনি এ হামলার শিকার হন। ঘটনাটি ঘটে শিকদার-মল্লিক ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান হাওলাদারের বাড়ি থেকে অল্প দূরে টেক্সটাইল-জুজখোলা বাজার সংযোগ সড়কের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

এ সময় দুর্বৃত্তরা তাকে ধস্তাধস্তি করে বুকে ও হাতে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

শফিকুল ইসলামের পরিবারের দাবি, তার সঙ্গে এলাকায় কারো ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব নেই। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”