নড়াইলে ঘরের ভিতর আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ

- প্রকাশঃ ০৯:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 9
নড়াইল সদর উপজেলায় এক যুবককে ঘরের ভিতর আটকে রেখে মারধর ও ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আনিচ বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে আড়পাড়া গ্রামের চাঁদ মোল্যার স্ত্রী আয়েশা বেগম ও ছেলে আহাদ মোল্যা তাদের পুরোনো বাড়ি আগদিয়া গ্রামে গেলে এ ঘটনা ঘটে।
তাদের অভিযোগ, আনিচ বিশ্বাস তার সহযোগীদের নিয়ে আহাদ মোল্যাকে পার্শ্ববর্তী একটি ঘরে আটকে রেখে মারধর করেন। এ সময় ঠেকাতে গেলে আয়েশা বেগমকেও মারধর করা হয়। পরে আহাদকে ঘরে আটকে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে আগদিয়া গ্রামে যাওয়া নিষেধ করা হয়। আয়েশার চিৎকারে স্থানীয়রা এসে আহাদকে উদ্ধার করেন।
চাঁদ মোল্যা বলেন, আমার পৈত্রিক ভিটা আগদিয়া গ্রামে হলেও এখন আমরা আড়পাড়ায় থাকি। মাঝে মধ্যে স্ত্রী-সন্তানরা আগদিয়া বাড়ি দেখতে যায়। গতকাল আমার ছেলে ও স্ত্রী গেলে আনিচ তাদের ওপর হামলা চালায়। ছেলেকে আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। আনিচ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি ও নানা অপকর্মের সঙ্গে জড়িত।
আয়েশা বেগম বলেন, “আনিচ আমার ছেলেকে আটক করে টাকা দাবি করে। আমি পুলিশে অভিযোগ করব বললে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। থানায় যাওয়ার পথে তার লোকজন বসে থাকায় আমি যেতে সাহস পাইনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে জানতে আনিচ বিশ্বাসের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।