সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ: এক যুবকের মৃত্যু, আহত ১০

- প্রকাশঃ ০৮:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 8
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী-ঢালারপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত আল আমিনকে অন্যদের সঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব দারোগাখালী-ঢালারপাড় গ্রামের আক্কাস আলীর ছেলে আল আমিন ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে আব্দুর রহমানের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বুধবার সন্ধ্যায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। তাঁদের মধ্যে আল আমিন, রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুর রহমান ও মুহিবুন নেছার নাম পাওয়া গেছে। সবাইকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, এ ঘটনায় নরসিংপুর ইউনিয়নের হাবিবনগর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল আলী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে মামলা (নং–২৪) দায়ের করেছেন।
তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।