সুনামগঞ্জে র্যাবের অভিযানে ১৭৩ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

- প্রকাশঃ ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 4
সুনামগঞ্জের দোয়ারাবাজারে র্যাব-৯ এর বিশেষ অভিযানে হাবিবুর রহমান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ১৭৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক হাবিবুর রহমান উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মজুমদার আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মান্নারগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমানকে আটক করে তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় ভারতীয় মদ সংগ্রহ করে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মদ বিক্রির উদ্দেশ্যেই তার কাছে মজুত ছিল বলে র্যাবের দাবি।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৯।