সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১০:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 2
সুনামগঞ্জের দিরাই উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় ইমরান (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দিরাই পৌর শহরের থানা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেলে খেলার ছলে ইমরান ওই শিশুকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মোবাইল দেখানোর কথা বলে ধর্ষণ করে। পরে শিশুটি ঘটনাটি মাকে জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দিরাই থানায় মামলা করেন।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।