নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে পিটিয়ে জখম

- প্রকাশঃ ০১:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 10
নড়াইলে জমি নিয়ে বিরোধে হামলার শিকার শুকুরোন্নেছা বেগম হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত
নড়াইলে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক নারীসহ দুইজনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ওই নারী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী শুকুরোন্নেছা বেগমের ছেলে মো. মনিরুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—মিরাপাড়া গ্রামের হাসান শেখ (৪৮), মো. আমিনুর শেখ (৪২), ঝর্ণা বেগম (৩৫), শিল্পী বেগম (৩৪) এবং ছাগলছিড়া বাগডাঙ্গা গ্রামের শেফালি বেগম (৪৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, শুকুরোন্নেছা বেগমের নানার মৃত্যুর পর থেকে তার ভাগের সম্পত্তি ভোগদখল করে আসছেন মামারা। দীর্ঘদিন ধরে তার জমি বুঝে দেওয়ার অনুরোধ জানানো হলেও তা দেননি তারা। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও কোনো অগ্রগতি হয়নি।
ঘটনার দিন সকালে শুকুরোন্নেছা বেগম মামাদের কাছে তার ভাগের জমি বুঝে দেওয়ার দাবি জানান। এসময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজে বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং শুকুরোন্নেছাকে লাঠি ও রামদা দিয়ে মারধর করে গুরুতর জখম করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা প্রতিবেশী কাদেবর মোল্যাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত হাসান শেখ বলেন, সম্পত্তি যে ভাগ পাওয়ার কথা, সেই ভাগ দেওয়া হবে। তবে তারা এক জায়গা থেকে জমি দাবি করছেন। এছাড়া টাকার লেনদেন নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছে, জমি নিয়ে বিরোধ হয়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।