ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ৬ দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

তন্ময় আহমেদ | নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশঃ ০৯:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 41

নাসিরনগরে নিখোঁজের ছয় দিন পর নিজ ফসলি জমি থেকে উদ্ধারকৃত বৃদ্ধের মরদেহ ছবি: সংগৃহীত 


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মিন্নত আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দাঁতমন্ডল গ্রামের নিজ ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিন্নত আলী দাঁতমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিন্নত আলীর ভাতিজা জানান, গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। পরে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ বলেন, প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহের সাথে ভিকটিমের ব্যবহৃত লুঙ্গি ও জামা পাওয়া গেছে। তাছাড়া তাঁর নিজের জমি থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নিখোঁজের ৬ দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশঃ ০৯:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নাসিরনগরে নিখোঁজের ছয় দিন পর নিজ ফসলি জমি থেকে উদ্ধারকৃত বৃদ্ধের মরদেহ ছবি: সংগৃহীত 


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মিন্নত আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দাঁতমন্ডল গ্রামের নিজ ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিন্নত আলী দাঁতমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিন্নত আলীর ভাতিজা জানান, গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। পরে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ বলেন, প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহের সাথে ভিকটিমের ব্যবহৃত লুঙ্গি ও জামা পাওয়া গেছে। তাছাড়া তাঁর নিজের জমি থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”