ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরে আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার, হত্যার শিকার ৮৩ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 19

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদন উদ্বেগজনক চিত্র তুলে ধরছে | ছবি: প্রতীকী ছবি


চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশে ৩৯০ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এই সময়ের মধ্যে ৮৩ জন কন্যাশিশুকে হত্যা, ৩৪ জনকে অপহরণ ও পাচার, এবং ১০৪ জন শিশু আত্মহত্যা করেছে বলে জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য জানায়। “দেশে কন্যাশিশুর পরিস্থিতি ২০২৫” শীর্ষক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, কন্যাশিশুদের প্রতি যৌন হয়রানি গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অপহরণ বা পাচারের শিকার ৩৪ শিশুর মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় ৫০ জন কন্যাশিশুর মৃত্যু রহস্যজনক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৫৪ কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, নারীদের সঙ্গে এখনও বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। নারী অধিকার ও কন্যাশিশুর সুরক্ষা নিয়ে জনমত সৃষ্টি এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনায় দেখা যাচ্ছে—এখানে নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে, কেউ জয়ী হয়নি, বরং পুরুষতন্ত্রই জয়ী হয়েছে।

বদিউল আলম মজুমদার শিক্ষা থেকে নারীদের দূরে রাখার সাম্প্রতিক প্রচেষ্টার বিরোধিতা করে বলেন, এ ধরনের চিন্তাধারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের পথ রুদ্ধ করা মানে সমাজের অগ্রগতি থামিয়ে দেওয়া।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, শিশু অধিকারকর্মী এবং নারী উন্নয়ন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা বলেন, কন্যাশিশু নির্যাতনের এই ক্রমবর্ধমান হার সমাজের নৈতিক অবক্ষয় ও আইনি দুর্বলতার প্রতিফলন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

চলতি বছরে আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার, হত্যার শিকার ৮৩ জন

প্রকাশঃ ০৮:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদন উদ্বেগজনক চিত্র তুলে ধরছে | ছবি: প্রতীকী ছবি


চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশে ৩৯০ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এই সময়ের মধ্যে ৮৩ জন কন্যাশিশুকে হত্যা, ৩৪ জনকে অপহরণ ও পাচার, এবং ১০৪ জন শিশু আত্মহত্যা করেছে বলে জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য জানায়। “দেশে কন্যাশিশুর পরিস্থিতি ২০২৫” শীর্ষক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, কন্যাশিশুদের প্রতি যৌন হয়রানি গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অপহরণ বা পাচারের শিকার ৩৪ শিশুর মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় ৫০ জন কন্যাশিশুর মৃত্যু রহস্যজনক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৫৪ কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, নারীদের সঙ্গে এখনও বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। নারী অধিকার ও কন্যাশিশুর সুরক্ষা নিয়ে জনমত সৃষ্টি এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনায় দেখা যাচ্ছে—এখানে নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে, কেউ জয়ী হয়নি, বরং পুরুষতন্ত্রই জয়ী হয়েছে।

বদিউল আলম মজুমদার শিক্ষা থেকে নারীদের দূরে রাখার সাম্প্রতিক প্রচেষ্টার বিরোধিতা করে বলেন, এ ধরনের চিন্তাধারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের পথ রুদ্ধ করা মানে সমাজের অগ্রগতি থামিয়ে দেওয়া।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, শিশু অধিকারকর্মী এবং নারী উন্নয়ন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা বলেন, কন্যাশিশু নির্যাতনের এই ক্রমবর্ধমান হার সমাজের নৈতিক অবক্ষয় ও আইনি দুর্বলতার প্রতিফলন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”