চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধ তরুণ

- প্রকাশঃ ১১:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 13
জিইসি মোড়ে উত্তেজনা | ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. শরীফ (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি কনভেনশন সেন্টারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছেন। এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে।
কনসার্টটি আয়োজন করেছিল একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’ পরিবেশনা করার কথা ছিল। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হলেও, দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিলে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী নাইম জানান, “কনসার্ট চলাকালে একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দেয়। স্লোগানদাতারা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে দাবি করেন তিনি। এরপর অন্য এক পক্ষ আপত্তি জানালে দুই দলের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়।”
চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, “গুলিবিদ্ধ ব্যক্তিসহ তাঁদের সঙ্গে থাকা লোকজন সঠিকভাবে কিছু জানাচ্ছেন না। ফলে প্রকৃত ঘটনা জানতে কিছুটা সময় লাগছে।”
এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, “কনসার্ট চলাকালে ভেতরে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হয়। এরপরই বিবাদের সূত্রপাত ঘটে এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর পাই।”
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন।”
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এলাকায় এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জিইসি মোড় ও আশপাশের এলাকায়।