ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছাত্রদল নেতা সোহানকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

মোঃ তাজমুল । জেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ০৮:৪১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 8

যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান সোহান যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এবং শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

আহত সোহান জানান, রাত সাড়ে ৭টার দিকে তিনি আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এ সময় রাতিন (২১) নামে এক যুবক তার ওপর ছুরি নিয়ে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারী তার পেটের নিচের অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে সোহানের সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

যশোরে ছাত্রদল নেতা সোহানকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

প্রকাশঃ ০৮:৪১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান সোহান যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এবং শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

আহত সোহান জানান, রাত সাড়ে ৭টার দিকে তিনি আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন। এ সময় রাতিন (২১) নামে এক যুবক তার ওপর ছুরি নিয়ে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারী তার পেটের নিচের অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে সোহানের সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”