ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাবে বিএনপি: তারেক রহমান

- প্রকাশঃ ০৫:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 34
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল আগামীতে ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখানো হবে। একইসঙ্গে শিক্ষকদের জীবিকাগত নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষাই জাতি গঠনের ভিত্তি। তাই আমাদের প্রথম দৃষ্টিটা থাকবে প্রাথমিক স্তরে। আমরা শিক্ষক সমাজের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব, যেন তারা ক্লাস নেওয়ার পর আর কোনো সেকেন্ড জবের প্রয়োজন না পড়ে।
তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন যথেষ্ট নয়, ফলে অনেক শিক্ষককে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণ এবং বাজেট বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরেই শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানো হবে। ম্যান্ডারিন, আরবি, জার্মান, ফরাসি, ইতালিয়ানসহ ৬-৭টি ভাষার মধ্যে থেকে শিক্ষার্থীরা শিখতে পারবে।
তিনি বলেন, একজন শিশু যদি চারটি ভাষায় দক্ষতা অর্জন করে, তাহলে সে বিশ্বের যেকোনো জায়গায় গিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।
তারেক রহমান আরও বলেন, স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী খেলাধুলায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হবে এবং এতে ‘পাস নম্বর’ থাকবে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হবে।
তিনি বলেন, ছেলে-মেয়ে উভয়কেই তাদের পছন্দ অনুযায়ী খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এটা তার শরীর ও মনের জন্য প্রয়োজনীয়।
এছাড়া সাংস্কৃতিক বিকাশের অংশ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে বাদ্যযন্ত্র, গান কিংবা হস্তশিল্পের যেকোনো একটি শিখতে উৎসাহিত করা হবে।
শিশুদের মধ্যে মানবিকতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে একটি প্রাণীর যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হবে। বিড়াল, ছাগল, হাঁস কিংবা মুরগি—যেকোনো প্রাণী পোষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মায়া ও দায়িত্ববোধ গড়ে উঠবে।
তারেক রহমান বলেন, এই অভ্যাস তাদের মধ্যে প্রাণী ও প্রকৃতির প্রতি সহানুভূতি এবং মানবিকতা গড়ে তুলবে।
শেষে তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যা হবে উৎপাদনমুখী, মানবিক এবং বহুমাত্রিক দক্ষতাভিত্তিক। এর সুফল মিলবে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গিয়ে।