ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

  • প্রকাশঃ ০৭:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 20

গণহত্যা, গুম ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমস সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইন বিষয়ে প্রদান করা সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রি ফেরত নেওয়ার বিষয়ে বিশদ পর্যালোচনায় নেমেছে এএনইউ’র সম্মানসূচক ডিগ্রি কমিটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

প্রসঙ্গত, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মাত্র কয়েক দিন পরই সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত হয়।

ক্যানবেরা টাইমস আরও জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের অক্টোবর মাসে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এতে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের ঘটনা উল্লেখ করা হয়।


আরও পড়ুন

ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাবে বিএনপি: তারেক রহমান


উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে পালিয়ে যান বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

এএনইউ কর্তৃপক্ষ বলেছে, তারা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী মানবাধিকার এবং নৈতিকতার প্রশ্নে সবসময়ই স্পষ্ট অবস্থান নেয় এবং সম্মানসূচক ডিগ্রি প্রদানের ক্ষেত্রে সে বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ ০৭:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

গণহত্যা, গুম ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমস সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইন বিষয়ে প্রদান করা সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রি ফেরত নেওয়ার বিষয়ে বিশদ পর্যালোচনায় নেমেছে এএনইউ’র সম্মানসূচক ডিগ্রি কমিটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

প্রসঙ্গত, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মাত্র কয়েক দিন পরই সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত হয়।

ক্যানবেরা টাইমস আরও জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের অক্টোবর মাসে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এতে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের ঘটনা উল্লেখ করা হয়।


আরও পড়ুন

ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাবে বিএনপি: তারেক রহমান


উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে পালিয়ে যান বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

এএনইউ কর্তৃপক্ষ বলেছে, তারা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী মানবাধিকার এবং নৈতিকতার প্রশ্নে সবসময়ই স্পষ্ট অবস্থান নেয় এবং সম্মানসূচক ডিগ্রি প্রদানের ক্ষেত্রে সে বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”