ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিসহ রংপুরে সফলভাবে সম্পন্ন গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

  • প্রকাশঃ ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 41

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০২ মে) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের সাতটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।

এই অঞ্চলে মোট ১৫ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং উপস্থিতির হার ছিল ৯৫.৮৮ শতাংশ। এর মধ্যে রয়েছে- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (৩,১২৫ জন), রংপুর সরকারি কলেজ (১,৪৪৭ জন), সরকারি বেগম রোকেয়া কলেজ (১,৫৩৭ জন), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৩,৩৫২ জন), দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ (১,৪৩৮ জন), পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (৩,৩৫৪ জন) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (১,৯০৯ জন)।

পরীক্ষাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “গুচ্ছ পদ্ধতির মাধ্যমে একযোগে ভর্তি পরীক্ষা আয়োজন শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে শিক্ষার্থীদের দূরদূরান্তে যাতায়াতের ভোগান্তিও কমেছে।” তিনি আরও বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়।” গুচ্ছ ভর্তি পরীক্ষায় বেরোবিকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় উপাচার্য পরীক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আগাম সফলতার শুভকামনা জানান।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির তথ্য অনুযায়ী আগামী ৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস, ফলাফলসহ পরীক্ষাসংক্রান্ত সব তথ্য (https://gstadmission.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেরোবি প্রতিনিধি: রাকিবুল হাসান মুন্না

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

বেরোবিসহ রংপুরে সফলভাবে সম্পন্ন গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রকাশঃ ১০:৪৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিট (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০২ মে) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের সাতটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।

এই অঞ্চলে মোট ১৫ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং উপস্থিতির হার ছিল ৯৫.৮৮ শতাংশ। এর মধ্যে রয়েছে- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (৩,১২৫ জন), রংপুর সরকারি কলেজ (১,৪৪৭ জন), সরকারি বেগম রোকেয়া কলেজ (১,৫৩৭ জন), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৩,৩৫২ জন), দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ (১,৪৩৮ জন), পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (৩,৩৫৪ জন) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (১,৯০৯ জন)।

পরীক্ষাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “গুচ্ছ পদ্ধতির মাধ্যমে একযোগে ভর্তি পরীক্ষা আয়োজন শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে শিক্ষার্থীদের দূরদূরান্তে যাতায়াতের ভোগান্তিও কমেছে।” তিনি আরও বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়।” গুচ্ছ ভর্তি পরীক্ষায় বেরোবিকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় উপাচার্য পরীক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আগাম সফলতার শুভকামনা জানান।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির তথ্য অনুযায়ী আগামী ৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস, ফলাফলসহ পরীক্ষাসংক্রান্ত সব তথ্য (https://gstadmission.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বেরোবি প্রতিনিধি: রাকিবুল হাসান মুন্না

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”