ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জিএসটি (গুচ্ছভুক্ত) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: সর্বোচ্চ মার্ক ৮৬.৫

  • প্রকাশঃ ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 56

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল আজ সোমবার (৫ মে ২০২৫) বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে তাদের ফলাফল জানতে পারবে।

এ বছর ‘বি’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৭২ হাজার ৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৭ হাজার ৬২৮ জন, যা মোট আবেদনকারীর ৯৩.৮৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৩৪ জন (৬.১৫ শতাংশ)। পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৩১ হাজার ৬৪১ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬.৭৯ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৩৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী (৫৩.২১ শতাংশ)। পরীক্ষায় ওএমআর বাতিল হয়েছে ১৭টি।

সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬.৫০। ফলাফল প্রকাশের পর থেকেই উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

আজ বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এই ফলাফল অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

উল্লেখ্য, গত ২ মে, শুক্রবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তী ধাপে, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে ২০২৫ তারিখে।

মাভাবিপ্রবি প্রতিনিধি: মো জিসান রহমান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

জিএসটি (গুচ্ছভুক্ত) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: সর্বোচ্চ মার্ক ৮৬.৫

প্রকাশঃ ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল আজ সোমবার (৫ মে ২০২৫) বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে লগইন করে তাদের ফলাফল জানতে পারবে।

এ বছর ‘বি’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৭২ হাজার ৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৭ হাজার ৬২৮ জন, যা মোট আবেদনকারীর ৯৩.৮৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৩৪ জন (৬.১৫ শতাংশ)। পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৩১ হাজার ৬৪১ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬.৭৯ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৩৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী (৫৩.২১ শতাংশ)। পরীক্ষায় ওএমআর বাতিল হয়েছে ১৭টি।

সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬.৫০। ফলাফল প্রকাশের পর থেকেই উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

আজ বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এই ফলাফল অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

উল্লেখ্য, গত ২ মে, শুক্রবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তী ধাপে, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে ২০২৫ তারিখে।

মাভাবিপ্রবি প্রতিনিধি: মো জিসান রহমান

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”