ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে শুরু গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৮৮৬০

  • প্রকাশঃ ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 36
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে ভর্তিচ্ছুরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। এদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করছে ৮৮৬০ শিক্ষার্থী।
ভর্তিচ্ছুদেরকে প্রধান ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ৬ টি একাডেমিক ভবন ( রবীন্দ্র-নজরুল কলা ভবন, অনুষদ ভবন,ব্যবসায় প্রশাসন ভবন,ইবনে সিনহা বিজ্ঞান  ভবন,মীর মশাররফ হোসেন ভবন,ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন ) ও ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।”
আশরাফুল ইসলাম 
ইসলামী বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

ইবিতে শুরু গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৮৮৬০

প্রকাশঃ ০৬:৩৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে ভর্তিচ্ছুরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। এদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করছে ৮৮৬০ শিক্ষার্থী।
ভর্তিচ্ছুদেরকে প্রধান ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ৬ টি একাডেমিক ভবন ( রবীন্দ্র-নজরুল কলা ভবন, অনুষদ ভবন,ব্যবসায় প্রশাসন ভবন,ইবনে সিনহা বিজ্ঞান  ভবন,মীর মশাররফ হোসেন ভবন,ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন ) ও ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।”
আশরাফুল ইসলাম 
ইসলামী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা