শিক্ষা ও গবেষণায় গতি আনতে নজরুল বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান

- প্রকাশঃ ১০:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / 28
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিধি আরও সম্প্রসারিত হচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস কমিটির সভায় অতিরিক্ত ১০০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তসহ একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীর সংখ্যা ক্রমবর্ধমান হওয়ায় শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণ এবং একটি সমন্বিত, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে সাইকেল লেন, প্রশস্ত ফুটপাত এবং পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন। খেলাধুলার সুবিধার্থে মূল খেলার মাঠ দ্রুত সংস্কার ও আধুনিকায়ন। ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুবিধার্থে টিএসসি ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা। অভ্যন্তরীণ সকল সড়ক প্রশস্তকরণ ও চলাচলের উপযোগী করে উন্নয়ন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলীসহ প্রশাসনিক ও পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০০৬ সালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত। বর্তমানে এখানে ৬টি অনুষদের অধীনে ২৫টি বিভাগে প্রায় ৮,০০০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও মানসম্মত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করে তোলা হবে। পাশাপাশি গবেষণা, সংস্কৃতি এবং সহশিক্ষা কার্যক্রমের সুযোগ সম্প্রসারিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার মানোন্নয়ন, পরিবেশবান্ধব ক্যাম্পাস এবং সুপরিকল্পিত অবকাঠামো গড়ার লক্ষ্যেই আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছি। উন্নয়ন কার্যক্রমে গুণগত মান বজায় রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।
প্রতিবেদক: আসাদুল্লাহ আল গালিব