এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

- প্রকাশঃ ০৩:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 47
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী। রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দেশে করোনার সংক্রমণ আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এতে স্বাভাবিক প্রস্তুতি গ্রহণ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি, সংক্রমণের ঝুঁকির কারণে পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে বলে দাবি করেন তারা। তাদের দাবি পরীক্ষা যেন স্থগিত করে একটি যৌক্তিক সময়সূচি প্রণয়ন করা হয়, যাতে স্বাস্থ্যঝুঁকি না নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা যে তিনটি দফা উত্থাপন করেছেন তা হলো:
১. এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে হবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।
২. জুলাই মাসজুড়ে আন্দোলন, রাষ্ট্রীয় নিরাপত্তা, লোডশেডিং এবং বন্যার কারণে সৃষ্ট দুই-তিন মাসের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে পর্যাপ্ত সময় দিতে হবে।
৩. এমসিকিউ (বহুনির্বাচনি) ও সিকিউ (সৃজনশীল/লিখিত) মিলিয়ে পরীক্ষায় পাসের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত ৩৩ দফা নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছেন তারা।