ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে গণব্যর্থতা ও সেশন লস রোধে শিক্ষার্থীদের তিন দফা দাবি

- প্রকাশঃ ১০:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 8
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা সেশন লস ও পরীক্ষার ফলাফলে বৈষম্যের বিরুদ্ধে তিন দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন। শনিবার সকাল ১১টায় প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ব্যানারে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের অধ্যক্ষ বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও তিন দফা দাবির ভিত্তিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীদের উত্থাপিত প্রধান দাবিসমূহ হলো:
১. নন-প্রমোটেড শিক্ষার্থীদের দ্রুত রিটেক পরীক্ষার ব্যবস্থা করে সেশন লস প্রতিরোধ।
২. রিটেক পরীক্ষা সম্ভব না হলে সিজিপিএ ২.০০ শর্ত বাতিল করে চলমান সেশনে ক্লাসের সুযোগ এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার ব্যবস্থা।
৩. পরীক্ষা শেষের সর্বোচ্চ দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ নিশ্চিত করা।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন,
প্রতি বছর আমাদের ইংরেজি বিভাগে বিপুল শিক্ষার্থী গণহারে ফেল করে। ফলাফল প্রকাশে দেরি, শিক্ষকদের গাফিলতি ও বৈষম্যের কারণে একটি বছর নষ্ট হয়ে যায়। ঢাকা শহরের মতো ব্যয়বহুল জায়গায় এক বছর লস মানে শিক্ষার্থীদের জন্য চরম ক্ষতি। তাই রিটেক পরীক্ষা এবং নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশের বিষয়টি আমাদের ন্যায্য অধিকার।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান।