ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিপাতের কারণে আজ কমলগঞ্জ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সমাগম

হিমান পুরকায়স্থ । ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 5

টানা  বৃষ্টিপাতের কারণে আজ রবিবার কমলগঞ্জ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকেই মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ভারী বর্ষণ শুরু হয়, যার প্রভাব পড়ে পরীক্ষাকেন্দ্রেও।

শিক্ষার্থীরা জানান, প্রবল বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়েছে অনেকের। অনেক পরীক্ষার্থী ভেজা কাপড়েই তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছেন। ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেক অভিভাবক।

এক অভিভাবক বলেন, “এভাবে ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ বসে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। কর্তৃপক্ষের উচিত বিকল্প ব্যবস্থা নেওয়া।”

কমলগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আবহাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরীক্ষা যেন নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সচেষ্ট ছিল।

এদিকে, শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের দাবি জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভারী বৃষ্টিপাতের কারণে আজ কমলগঞ্জ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সমাগম

প্রকাশঃ ১১:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

টানা  বৃষ্টিপাতের কারণে আজ রবিবার কমলগঞ্জ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকেই মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ভারী বর্ষণ শুরু হয়, যার প্রভাব পড়ে পরীক্ষাকেন্দ্রেও।

শিক্ষার্থীরা জানান, প্রবল বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়েছে অনেকের। অনেক পরীক্ষার্থী ভেজা কাপড়েই তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছেন। ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেক অভিভাবক।

এক অভিভাবক বলেন, “এভাবে ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ বসে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। কর্তৃপক্ষের উচিত বিকল্প ব্যবস্থা নেওয়া।”

কমলগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আবহাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরীক্ষা যেন নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সচেষ্ট ছিল।

এদিকে, শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের দাবি জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”