ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশঃ ০৫:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় ঢাকা-পাবনা মহাসড়কের ওপর এই কর্মসূচি শুরু হয়, যা এক ঘণ্টা স্থায়ী ছিল। এতে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীরা মহাসড়কের ওপর বসে শান্তিপূর্ণভাবে পাঠগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে অনুষ্ঠিত এই কর্মসূচির কারণে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও উত্তরাঞ্চলের সঙ্গে পাবনার সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়। তবে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দীর্ঘ আট বছর ধরে ভাড়া করা ভবনে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে, যা দুঃখজনক ও অযৌক্তিক।
তাদের দাবি, স্থায়ী ক্যাম্পাসের জন্য তৈরি করা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) সাতবার সংশোধনের মাধ্যমে ব্যয় ৯,২৩৪ কোটি টাকা থেকে কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় আনা হলেও এখনও সেটি একনেক সভার এজেন্ডাভুক্ত হয়নি।

তারা আরও জানান, একনেক সভার অধিকাংশ সদস্য প্রকল্প অনুমোদনে সম্মতি দিলেও পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিবেশবাদী রিজওয়ানা হাসান সরেজমিন পরিদর্শনের কথা বলেন এবং মতামতও জমা দেন। তারপরও একাধিক একনেক সভা পেরিয়ে গেলেও প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুজানা প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশঃ ০৫:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় ঢাকা-পাবনা মহাসড়কের ওপর এই কর্মসূচি শুরু হয়, যা এক ঘণ্টা স্থায়ী ছিল। এতে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীরা মহাসড়কের ওপর বসে শান্তিপূর্ণভাবে পাঠগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে অনুষ্ঠিত এই কর্মসূচির কারণে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও উত্তরাঞ্চলের সঙ্গে পাবনার সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়। তবে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দীর্ঘ আট বছর ধরে ভাড়া করা ভবনে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে, যা দুঃখজনক ও অযৌক্তিক।
তাদের দাবি, স্থায়ী ক্যাম্পাসের জন্য তৈরি করা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) সাতবার সংশোধনের মাধ্যমে ব্যয় ৯,২৩৪ কোটি টাকা থেকে কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় আনা হলেও এখনও সেটি একনেক সভার এজেন্ডাভুক্ত হয়নি।

তারা আরও জানান, একনেক সভার অধিকাংশ সদস্য প্রকল্প অনুমোদনে সম্মতি দিলেও পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিবেশবাদী রিজওয়ানা হাসান সরেজমিন পরিদর্শনের কথা বলেন এবং মতামতও জমা দেন। তারপরও একাধিক একনেক সভা পেরিয়ে গেলেও প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুজানা প্রমুখ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”