গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ৩-৭ আগস্ট, ক্লাস শুরু ১১ আগস্ট

মো:জিসান রহমান । মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 13
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত সময়সূচি প্রকাশ করেছে গুচ্ছ ভর্তি কমিটি। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ Student Panel-এ প্রদর্শিত বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। কেউ যদি পূর্বে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মূল সনদপত্র জমা দিয়ে থাকে, তাহলে তা নিজ দায়িত্বে উত্তোলন করে চূড়ান্তভাবে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
সবকিছু ঠিক থাকলে ১১ আগস্ট থেকে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে: https://gstadmission.ac.bd