ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আসন সংকোচনের মধ্যেই শুরু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম

নুর মোহাম্মদ । সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 8

ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আজ ৩ আগস্ট (শনিবার) থেকে শুরু হয়েছে আবেদন কার্যক্রম, যা চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি প্রক্রিয়াটি চলছে আসন সংকোচনের প্রেক্ষাপটে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে—বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন সংখ্যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিচে বিভাগভিত্তিক আসন হ্রাসের চিত্র তুলে ধরা হলো—

বিজ্ঞান বিভাগ,  পূর্বের আসন: ৬,৫৫০টি,   বর্তমান আসন: ৪,৭৭৩টি,   মোট হ্রাস: ১,৭৭৭টি.   শতকরা হ্রাস: ২৭.১৩%

বাণিজ্য বিভাগ,  পূর্বের আসন: ৫,৩১০টি,   বর্তমান আসন: ১,৮৮৫টি,   মোট হ্রাস: ৩,৪২৫টি,    শতকরা হ্রাস: ৬৪.৫২%

মানবিক বিভাগ,  পূর্বের আসন: ৯,৭০৩টি,   বর্তমান আসন: ৪,৪৯২টি,   মোট হ্রাস: ৫,২১১টি,   শতকরা হ্রাস: ৫৩.৭১%

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী,   কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, বিকেল ৩টা–৪টা,   বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট ২০২৫, শনিবার, বেলা ১১টা–১২টা,    ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট ২০২৫, শনিবার, বিকেল ৩টা–৪টা

আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রদান করা যাবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা:   আবেদন ও আবেদন প্রত্যাহারের সময়সীমা: ৩ আগস্ট দুপুর ১২টা – ১০ আগস্ট রাত ১১:৫৯,   তথ্য ও ছবি সংশোধন: ১২ আগস্ট ২০২৫,   বিষয় বরাদ্দের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫,   ভর্তির শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫,   ক্লাস শুরু: ৩০ অক্টোবর ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, সীমিত আসনের মধ্যেও গুণগত শিক্ষার মান অক্ষুণ্ণ রেখে সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আসন সংকোচনের মধ্যেই শুরু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম

প্রকাশঃ ০৯:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে আজ ৩ আগস্ট (শনিবার) থেকে শুরু হয়েছে আবেদন কার্যক্রম, যা চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি প্রক্রিয়াটি চলছে আসন সংকোচনের প্রেক্ষাপটে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে—বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন সংখ্যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিচে বিভাগভিত্তিক আসন হ্রাসের চিত্র তুলে ধরা হলো—

বিজ্ঞান বিভাগ,  পূর্বের আসন: ৬,৫৫০টি,   বর্তমান আসন: ৪,৭৭৩টি,   মোট হ্রাস: ১,৭৭৭টি.   শতকরা হ্রাস: ২৭.১৩%

বাণিজ্য বিভাগ,  পূর্বের আসন: ৫,৩১০টি,   বর্তমান আসন: ১,৮৮৫টি,   মোট হ্রাস: ৩,৪২৫টি,    শতকরা হ্রাস: ৬৪.৫২%

মানবিক বিভাগ,  পূর্বের আসন: ৯,৭০৩টি,   বর্তমান আসন: ৪,৪৯২টি,   মোট হ্রাস: ৫,২১১টি,   শতকরা হ্রাস: ৫৩.৭১%

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী,   কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, বিকেল ৩টা–৪টা,   বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট ২০২৫, শনিবার, বেলা ১১টা–১২টা,    ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট ২০২৫, শনিবার, বিকেল ৩টা–৪টা

আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রদান করা যাবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা:   আবেদন ও আবেদন প্রত্যাহারের সময়সীমা: ৩ আগস্ট দুপুর ১২টা – ১০ আগস্ট রাত ১১:৫৯,   তথ্য ও ছবি সংশোধন: ১২ আগস্ট ২০২৫,   বিষয় বরাদ্দের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫,   ভর্তির শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৫,   ক্লাস শুরু: ৩০ অক্টোবর ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, সীমিত আসনের মধ্যেও গুণগত শিক্ষার মান অক্ষুণ্ণ রেখে সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”