ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

রাইসুল ইসলাম | ক্যাম্পাস প্রতিনিধি
  • প্রকাশঃ ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 25

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫-এ নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী | ছবি: প্রজন্ম কথা


বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) প্রথমবারের মতো যুক্ত হলো জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫-এ। মর্যাদাপূর্ণ এই নেতৃত্বমূলক প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী। এর মধ্য দিয়ে তারা বিশ্বব্যাপী এক অনন্য নেতৃত্বযাত্রার অংশ হয়ে উঠলেন।

জাতিসংঘ একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেলোশিপে এবারের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থী মো. তৌহিদুর রহমান এবং ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নুসাইর আহমেদ।

অন্য নির্বাচিত ফেলোরা হলেন আবি খান, আবু সাঈদ আল-ইমাম, আহমেদ মুক্তাফি রোহান, আসমা ইফা, ফাবিয়া কবির তোহা, হুমায়রা হক, ইসরাত ত্রিশা, আবু সিয়াম, মো. শামস রুবায়েত, নিশমা সুলতানা, ওসামা ফরিদ, রনিত রয়, সামিন রওনক সরদার এবং সুজনা সৈয়দ গোধুলি।

২০২৫ সালের মিলেনিয়াম ফেলোশিপ ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। বিশ্বব্যাপী ৭,৫০০-এর বেশি ক্যাম্পাস থেকে ৬০,০০০-এরও বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে মাত্র ৪% বা প্রায় ২৯০টি ক্যাম্পাস নির্বাচিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা ৪,০০০-এর বেশি।

ফেলোশিপ চলাকালে শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিত্তিক প্রকল্পে কাজ করবেন। এসব প্রকল্পের মাধ্যমে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগ করে সামাজিক প্রভাব তৈরি করবেন। একই সঙ্গে নেতৃত্ব, সমস্যা সমাধান ও সহযোগিতার সক্ষমতা অর্জন করে নিজেদের শিক্ষা ও পেশাগত জীবনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবেন।

তাদের উদ্যোগ স্থানীয় ও বৈশ্বিক সমস্যা সমাধানে অবদান রাখবে যেমন দারিদ্র্য হ্রাস, মানসম্মত শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক সমতা প্রতিষ্ঠা। ফেলোশিপের প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সুযোগ তাদের প্রকল্পগুলোকে আরও শক্তিশালী করবে, যা দীর্ঘমেয়াদে সমাজ ও সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

প্রথমবারের মতো জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

প্রকাশঃ ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫-এ নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী | ছবি: প্রজন্ম কথা


বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) প্রথমবারের মতো যুক্ত হলো জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫-এ। মর্যাদাপূর্ণ এই নেতৃত্বমূলক প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী। এর মধ্য দিয়ে তারা বিশ্বব্যাপী এক অনন্য নেতৃত্বযাত্রার অংশ হয়ে উঠলেন।

জাতিসংঘ একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেলোশিপে এবারের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থী মো. তৌহিদুর রহমান এবং ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নুসাইর আহমেদ।

অন্য নির্বাচিত ফেলোরা হলেন আবি খান, আবু সাঈদ আল-ইমাম, আহমেদ মুক্তাফি রোহান, আসমা ইফা, ফাবিয়া কবির তোহা, হুমায়রা হক, ইসরাত ত্রিশা, আবু সিয়াম, মো. শামস রুবায়েত, নিশমা সুলতানা, ওসামা ফরিদ, রনিত রয়, সামিন রওনক সরদার এবং সুজনা সৈয়দ গোধুলি।

২০২৫ সালের মিলেনিয়াম ফেলোশিপ ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। বিশ্বব্যাপী ৭,৫০০-এর বেশি ক্যাম্পাস থেকে ৬০,০০০-এরও বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে মাত্র ৪% বা প্রায় ২৯০টি ক্যাম্পাস নির্বাচিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা ৪,০০০-এর বেশি।

ফেলোশিপ চলাকালে শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিত্তিক প্রকল্পে কাজ করবেন। এসব প্রকল্পের মাধ্যমে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগ করে সামাজিক প্রভাব তৈরি করবেন। একই সঙ্গে নেতৃত্ব, সমস্যা সমাধান ও সহযোগিতার সক্ষমতা অর্জন করে নিজেদের শিক্ষা ও পেশাগত জীবনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবেন।

তাদের উদ্যোগ স্থানীয় ও বৈশ্বিক সমস্যা সমাধানে অবদান রাখবে যেমন দারিদ্র্য হ্রাস, মানসম্মত শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক সমতা প্রতিষ্ঠা। ফেলোশিপের প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সুযোগ তাদের প্রকল্পগুলোকে আরও শক্তিশালী করবে, যা দীর্ঘমেয়াদে সমাজ ও সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”