ফেঞ্চুগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন: বেকারত্ব নিরসনে সরকারের যুগান্তকারী পদক্ষেপ

- প্রকাশঃ ০৯:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 4
আজ সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস অব বাংলাদেশ (টেকাব–২য় পর্যায়) প্রকল্পের আওতায় কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানের মাধ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তাঁদের হাতে ব্যাগ ও বই সামগ্রী তুলে দেন।
ইউএনও আজিজুন্নাহার বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। শিক্ষিত যুবক-যুবতীরা যেন বেকার না থেকে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন—সেই লক্ষ্যে সরকারের এ উদ্যোগ। আধুনিক যুগে তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্ম কম্পিউটার শিখে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা ও চাকরির পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন। আগে যেখানে ব্যক্তিগত খরচে প্রশিক্ষণ নিতে হতো, সেখানে এখন প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিয়ার রহমান মন্ডল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ক্যাশিয়ার যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান এবং ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানের প্রশিক্ষকবৃন্দ।