ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে দক্ষিণ কোরিয়ায় মাভাবিপ্রবি উপাচার্য

মো. জিসান রহমান | মাভাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশঃ ১১:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 26

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ |ছবি: প্রজন্ম কথা 


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে সে দেশে সফর করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করবেন।

সফরকালে উপাচার্য চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণাগার ঘুরে দেখবেন। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন প্রকল্প পরিচালক ও মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।

দক্ষিণ কোরিয়ার সফর প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম প্রযুক্তি-অগ্রসর দেশ হিসেবে পরিচিত। সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশটি দ্রুত উন্নয়ন অর্জন করেছে, যা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। কোরিয়ান অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশেও গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

তিনি আরও জানান, কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে মাভাবিপ্রবির যৌথ শিক্ষা প্রকল্পের অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের অংশ হিসেবে তিনি মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো-এর গবেষণাগার পরিদর্শন করেন এবং একটি লেকচার প্রদান করেন। এ সময় মাভাবিপ্রবির পরিচিতি তুলে ধরে গবেষণা ও উদ্ভাবনে কোরিয়ার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মাভাবিপ্রবি ও কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী ২০২২-২০২৯ মেয়াদে “বাংলাদেশের মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক সাত বছর মেয়াদি সরকারি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) অনুমোদিত এবং কোরিয়া প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় আধুনিক ল্যাবরেটরি স্থাপন, Outcome Based Education (OBE) কারিকুলাম প্রণয়ন, উন্নত অটোমোটিভ গবেষণা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ-ওয়ার্কশপ আয়োজন, যৌথ গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পটির প্রধান গবেষক (PI) হিসেবে দায়িত্ব পালন করছেন কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হ্যাং মুক চো। তাঁর আমন্ত্রণেই মাভাবিপ্রবির উপাচার্য আলোচনাসভা এবং গত তিন বছরের একাডেমিক কার্যক্রমের উপস্থাপনায় অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে দক্ষিণ কোরিয়ায় মাভাবিপ্রবি উপাচার্য

প্রকাশঃ ১১:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ |ছবি: প্রজন্ম কথা 


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে সে দেশে সফর করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করবেন।

সফরকালে উপাচার্য চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণাগার ঘুরে দেখবেন। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন প্রকল্প পরিচালক ও মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।

দক্ষিণ কোরিয়ার সফর প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম প্রযুক্তি-অগ্রসর দেশ হিসেবে পরিচিত। সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও শিক্ষা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশটি দ্রুত উন্নয়ন অর্জন করেছে, যা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। কোরিয়ান অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশেও গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

তিনি আরও জানান, কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে মাভাবিপ্রবির যৌথ শিক্ষা প্রকল্পের অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের অংশ হিসেবে তিনি মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো-এর গবেষণাগার পরিদর্শন করেন এবং একটি লেকচার প্রদান করেন। এ সময় মাভাবিপ্রবির পরিচিতি তুলে ধরে গবেষণা ও উদ্ভাবনে কোরিয়ার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মাভাবিপ্রবি ও কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী ২০২২-২০২৯ মেয়াদে “বাংলাদেশের মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক সাত বছর মেয়াদি সরকারি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) অনুমোদিত এবং কোরিয়া প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় আধুনিক ল্যাবরেটরি স্থাপন, Outcome Based Education (OBE) কারিকুলাম প্রণয়ন, উন্নত অটোমোটিভ গবেষণা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ-ওয়ার্কশপ আয়োজন, যৌথ গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পটির প্রধান গবেষক (PI) হিসেবে দায়িত্ব পালন করছেন কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হ্যাং মুক চো। তাঁর আমন্ত্রণেই মাভাবিপ্রবির উপাচার্য আলোচনাসভা এবং গত তিন বছরের একাডেমিক কার্যক্রমের উপস্থাপনায় অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”