ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে খারাপ ফলাফলের মাঝেও কুমিল্লার সোনার বাংলা কলেজে শতভাগ পাস, জিপিএ–৫ পেয়েছে ৩৯৬ শিক্ষার্থী

সানজিদা আক্তার
  • প্রকাশঃ ১২:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 12

কুমিল্লা বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে পাস করে উল্লাসে মেতে উঠেছেন | ছবি: সংগৃহীত 


দেশজুড়ে এবারের এইচএসসি পরীক্ষায় সামগ্রিক ফল আশানুরূপ না হলেও কুমিল্লার এক গ্রামীণ কলেজে দেখা গেছে ভিন্ন চিত্র। বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে অবস্থিত সোনার বাংলা কলেজ এবারও দেখিয়েছে চমকপ্রদ সাফল্য।

২০০০ সালে প্রতিষ্ঠিত এই কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪২১ জন শিক্ষার্থী। সবাই পাস করেছে—যা গ্রামীণ অঞ্চলে এক বিরল অর্জন। এর মধ্যে ৩৯৬ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ১৪৮ জন শিক্ষার্থীই জিপিএ–৫ অর্জন করেছে। মানবিক বিভাগে ১৩১ জনের মধ্যে ১১৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪২ জনের মধ্যে ১২৯ জন জিপিএ–৫ পেয়েছে।

গ্রামীণ পরিবেশে থেকেও এমন ধারাবাহিক সাফল্য স্থানীয় এলাকায় আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। শিক্ষক–শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, একনিষ্ঠ পরিশ্রম ও মানসম্মত পাঠদানের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে সোনার বাংলা কলেজ। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১১ বছর শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবছর জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। ২০১২ সালে ৬০ জন জিপিএ–৫ পেলেও ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৯৬ জনে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, শৃঙ্খলা বজায় রাখা, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নেওয়া এবং শিক্ষক–শিক্ষার্থী–অভিভাবকের মধ্যে নিবিড় যোগাযোগ—এই চার মূলনীতি মেনে আমরা কাজ করি।

গভর্নিং বডির দিকনির্দেশনা, শিক্ষক–শিক্ষিকার নিবেদন এবং শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।

তিনি আরও বলেন, ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

শিক্ষাক্ষেত্রে সোনার বাংলা কলেজের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে—সুযোগ ও দিকনির্দেশনা পেলে গ্রামীণ শিক্ষার্থীরাও বড় সাফল্য অর্জন করতে পারে।

শেয়ার করুন

দেশজুড়ে খারাপ ফলাফলের মাঝেও কুমিল্লার সোনার বাংলা কলেজে শতভাগ পাস, জিপিএ–৫ পেয়েছে ৩৯৬ শিক্ষার্থী

প্রকাশঃ ১২:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

কুমিল্লা বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে পাস করে উল্লাসে মেতে উঠেছেন | ছবি: সংগৃহীত 


দেশজুড়ে এবারের এইচএসসি পরীক্ষায় সামগ্রিক ফল আশানুরূপ না হলেও কুমিল্লার এক গ্রামীণ কলেজে দেখা গেছে ভিন্ন চিত্র। বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে অবস্থিত সোনার বাংলা কলেজ এবারও দেখিয়েছে চমকপ্রদ সাফল্য।

২০০০ সালে প্রতিষ্ঠিত এই কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪২১ জন শিক্ষার্থী। সবাই পাস করেছে—যা গ্রামীণ অঞ্চলে এক বিরল অর্জন। এর মধ্যে ৩৯৬ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ১৪৮ জন শিক্ষার্থীই জিপিএ–৫ অর্জন করেছে। মানবিক বিভাগে ১৩১ জনের মধ্যে ১১৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪২ জনের মধ্যে ১২৯ জন জিপিএ–৫ পেয়েছে।

গ্রামীণ পরিবেশে থেকেও এমন ধারাবাহিক সাফল্য স্থানীয় এলাকায় আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। শিক্ষক–শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, একনিষ্ঠ পরিশ্রম ও মানসম্মত পাঠদানের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে সোনার বাংলা কলেজ। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১১ বছর শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবছর জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। ২০১২ সালে ৬০ জন জিপিএ–৫ পেলেও ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৯৬ জনে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, শৃঙ্খলা বজায় রাখা, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নেওয়া এবং শিক্ষক–শিক্ষার্থী–অভিভাবকের মধ্যে নিবিড় যোগাযোগ—এই চার মূলনীতি মেনে আমরা কাজ করি।

গভর্নিং বডির দিকনির্দেশনা, শিক্ষক–শিক্ষিকার নিবেদন এবং শিক্ষার্থীদের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।

তিনি আরও বলেন, ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

শিক্ষাক্ষেত্রে সোনার বাংলা কলেজের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে—সুযোগ ও দিকনির্দেশনা পেলে গ্রামীণ শিক্ষার্থীরাও বড় সাফল্য অর্জন করতে পারে।