ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তা জোরদারে প্রশাসনের কড়া অবস্থান

  • প্রকাশঃ ০৫:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 14

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়, শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্বাচনী সময়কালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচনী আবহে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতেই কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশা প্রকাশ করেছে, সকল পক্ষের সহযোগিতায় জাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

জাবি প্রতিনিধি: আমির ফয়সাল

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তা জোরদারে প্রশাসনের কড়া অবস্থান

প্রকাশঃ ০৫:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়, শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্বাচনী সময়কালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচনী আবহে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতেই কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশা প্রকাশ করেছে, সকল পক্ষের সহযোগিতায় জাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

জাবি প্রতিনিধি: আমির ফয়সাল

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”