রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ তরুণীর সঙ্গে রুয়েট ছাত্রের হাতাহাতি, প্রক্টর দপ্তরে মুচলেকা দিয়ে পেলেন ছাড়া

- প্রকাশঃ ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 46
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে শুক্রবারে এক ছাত্রীর সঙ্গে রুয়েট ছাত্রের হাতাহাতি হয়। এ সময় তাদের সঙ্গে ছিলেন আরও দুই ছাত্রী। ‘ক্যাম্পাসের ভাবমূর্তি নষ্ট’ হওয়ার অভিযোগে তাদের প্রক্টর দপ্তরে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থী।
প্রক্টর দপ্তরে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই চার শিক্ষার্থী। রাবি ক্যাম্পাসে আর এ ধরনের ঘটনা ঘটাবেন না বলে তারা প্রতিশ্রুতি দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ‘বহিরাগতরা আসবে ভালো কথা। কিন্তু ক্যাম্পাসের ভাবমূর্তি নষ্ট হোক এমন কিছু করলে রাবি শিক্ষার্থীরা সময়োচিত জবাব দেবে।’
রাবি প্রতিনিধি: মোঃ সজিব ইসলাম
সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”
প্রাসঙ্গিক
আলোচিত ঘটনা ক্যাম্পাস খবর ছাত্র রাজনীতি প্রক্টর অফিস বিশ্ববিদ্যালয় সংবাদ মুচলেকা রাজশাহী খবর রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েট শিক্ষার্থী সংঘর্ষ